তুমি পূর্ণিমারই আলো
তুমি পূর্ণিমারই আলো
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি।
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া,
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা।
কেন তুমি বোঝোনা
আমার মনের ব্যথা,
পাবো তোমায় খুঁজে, আমি কোথা।
সেই তুমি কেন, এত অচেনা,
আমাকে তুমি, বুঝেও বুঝলেনা।
তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি,
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি।
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া,
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা।
হৃদয়টার মাঝারে, রাখিলাম আদরে
কত যতনে পুষিয়া,
এভাবে আমাকে, অবহেলা করে
কেন গেলে চলিয়া।
কে বুঝে আমাকে, তুমি বিহনে
ভুলে গেছো কি সব স্মৃতি?
বুঝিনা কেন যে, রোজ রাতে স্বপনে
শুধু করো ডাকাডাকি।
তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি,
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি।
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া,
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা।
Song Details:
Song: Tumi Purnimari Alo
Lyrics & Tune: Samz Vai
Music: Tanzil Hasan
Story & Directed by: Eagle Team
DOP: Rajon Hossain Romm
Edit: Imratul Islam
Label: Eagle Musi
তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি,চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি।
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া,
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা।
কেন তুমি বোঝোনা
আমার মনের ব্যথা,
পাবো তোমায় খুঁজে, আমি কোথা।
সেই তুমি কেন, এত অচেনা,
আমাকে তুমি, বুঝেও বুঝলেনা।
তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি,
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি।
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া,
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা।
হৃদয়টার মাঝারে, রাখিলাম আদরে
কত যতনে পুষিয়া,
এভাবে আমাকে, অবহেলা করে
কেন গেলে চলিয়া।
কে বুঝে আমাকে, তুমি বিহনে
ভুলে গেছো কি সব স্মৃতি?
বুঝিনা কেন যে, রোজ রাতে স্বপনে
শুধু করো ডাকাডাকি।
তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি,
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি।
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া,
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা।
Song Details:
Song: Tumi Purnimari Alo
Lyrics & Tune: Samz Vai
Music: Tanzil Hasan
Story & Directed by: Eagle Team
DOP: Rajon Hossain Romm
Edit: Imratul Islam
Label: Eagle Musi
No comments